আপনার চুলে কি নানা রকম সমস্যা দেখা দিচ্ছে? মানে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে
কিংবা চুল পড়ে গিয়ে টাক হয়ে যাচ্ছে। ট্রিটমেন্ট করিয়েও কোন কাজে দিচ্ছে না
?আর আপনি মন খারাপ করে বসে আছেন। তাই তো তা হবে না বা কেন এত অল্প বয়সে যদি চুল
পড়ে যায় তাহলে তো দুঃখ পাওয়াটা স্বাভাবিক। দেখুন এত টাকা খরচ করার আগে
অবশ্যই ভাবা দরকার যে, আপনি কেন টাকাগুলো খরচ করছেন অপাত্রে দান করবেন না বরং এমন
কিছু ব্যবহার করেন যাতে আপনার চুলে সত্যিই উপকার হয়।
কারি পাতায় শুধু একটি নয় অনেক গুণ রয়েছে। যা চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত
উপকারী যা আপনার চুলকে ভালো রাখে এবং চুলের গোড়া মজবুত করে। এছাড়াও কারি পাতায়
রয়েছে প্রোটিন ও বেটা ক্যারোটিন এই ধরনের উপাদান চুলে পুষ্টি যোগান দেয়। তাই চুল
খুব সহজে পাতলা হয়ে যায় না। এছাড়াও অতিরিক্ত পরিমাণে চুল পড়া কমায় এর মধ্যে
প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড ও রয়েছে যা চুল কে মজবুত করে চুল
ভালো রাখে। জেনে নিন কিভাবে চুল ভালো রাখতে কারি পাতা ব্যবহার করবেন।
চুলের যত্নে কারি পাতার ব্যবহার সম্পর্কে আপনাকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। শুধু
চুলের যত্ন নয় বরং ত্বকের যত্নে কারি পাতা ব্যবহৃত হয়ে আসছে সেই
প্রাচীনকাল থেকে। চটজলদি আপনার ত্বকের জেল্লা ফেরাতে কারি পাতা দারুন কাজ
করে। কারি পাতা নিয়মিত সেবনে ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষা করে ত্বককে
উজ্জ্বল রাখে দৃষ্টিশক্তি উন্নত করে। নিয়মিত কারি পাতা খেলে দৃষ্টিশক্তি উন্নত
হয়। কারি পাতা সেদ্ধ না করে পেস্ট হিসেবে খেলে এর ঔষধি গুণ আরো কার্যকরী থাকে।
সবাই চায় ত্বক সুন্দর হোক। অনেকে ত্বকের যত্নের রাসায়নিক পণ্য ব্যবহার করে থাকেন
তবে ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। কারি পাতাতেই পেতে পারেন
তবে এই সৌন্দর্যে কারি পাতা দক্ষিণ ভারতের খাবার বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে
থাকে। এটি যেমন স্বাস্থ্যের ভাণ্ডার তেমনি ত্বকের ভীষণ উপকারী। এই পাতা
দিয়ে ফেসপ্যাক ব্যবহার করলে আপনি পেতে পারেন সুন্দর ত্বক
কয়েকটি কারি পাতা নিয়ে গরম জলে ফুটিয়ে নিন। এরপর এই পাতাগুলোকে জল থেকে বের করে
একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্টি অল্প দুইবার দুই ভাগ করে এবং ভালো
করে মিশিয়ে নিন এতে সামান্য মধু মিশিয়ে ফেসপ্যাক এর মত মুখে লাগান।তারপর ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেসপ্যাক লাগালে মুখের দাগও ব্রণ
কমাতে সাহায্য করে।
আজকাল অনেকেই চুলকে লম্বা এবং স্বাস্থ্যকর করতে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করে এর
জন্য অনেক ঘরোয়া উপায় এবং প্রাকৃতিক প্রতিকার রয়েছে যার মধ্যে একটি হলো কারি
পাতার ব্যবহার লম্বা ঘন এবং চকচকে চুল শুধু আকর্ষণ বারায় না এগুলো
স্বাস্থ্যের প্রতীক আপনার অপর্যাপ্ত পুষ্টি থাকলে তা দুর্বল হয়ে পড়তে পারে এবং
ভাঙতে শুরু করতে পারে চুল ঘন ও লম্বা করতে কারি পাতার ব্যবহার খুবই কার্যকরী বলে
মনে করা হয়
কারি পাতায় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের স্বাস্থ্যের
জন্য উপকারী কারি পাতা ভিটামিন প্রোটিন আর পুষ্টিগুণে ভরপুর তাই এই পাতা চুলের
গোড়া শক্ত করে চুল পড়া কমায় ১০-১৫ টি কারি পাতা বেটে এর সাথে পেঁয়াজের রস
মিশিয়ে চুলে লাগান এই পেস্টটি কমপক্ষে এক ঘন্টা মাথায় রাখুন। এরপর অবশ্যই
শ্যাম্পু দিয়ে চুল ধুতে ভুলবেন না চুল পড়া বন্ধ করতে এই হেয়ার কাটে বিস্ময়কর
ভাবে কাজ কারি পাতা ব্যবহার করলে চুল পড়া কম হয় এবং চুল মজবুত হয়
দিনকাল থেকেই চুলের যত্নের ব্যবহৃত হয়ে আসছে কারি পাতা এই পাতা ভিটামিনের
একটি উৎসব শতাব্দীর পর শতাব্দি ধরে মাথার ত্বকের পুষ্টি জোগাতে এবং চুল
বাড়াতে ব্যবহৃত হয়ে আসছে কারি পাতা
কারি পাতা ও টক দইয়ের হেয়ার প্যাক
চুল পড়া সমস্যা যেন ১২ মেশে হয়ে দাঁড়িয়েছে শ্যাম্পু করলে চুল পড়ছে
বেঁধে কিংবা খুলে রাখলেও এরকম অবস্থা হচ্ছে মানসিক চাপের জন্যেও চুলের সমস্যা হচ্ছে হরেক রকম নামিদামি প্রসাধনে ব্যবহার করে লাভের লাভ হচ্ছে না চুল পড়া নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে ঘরোয়া
টোটকা হিসেবে ভরসা রাখতে পারেন কারি পাতায় সমস্যা কমে কিভাবে ব্যবহার করলে উপকার
পাবেন তা দেখে নেওয়া যাক
এক মুঠো কারি পাতা মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিন এক টেবিল চামচ কারি
পাতার মিশ্রণ আগের থেকে ফেটিয়ে রাখা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন মাথার ত্বকে
ভালো করে মেখে নিন এই মিশ্রণ আধঘন্টা রেখে ধুয়ে ফেলুন টক দই মাথার ত্বকের আদ্রতা
বজায় রাখতে এবং খুশকি ও মৃত কোষ দূর করতে দারুন কাজে আসে
ঘন কালো চুল পেতে খাদ্য তালিকায় যোগ করুন কারি পাতা
ঘন কালো চুল পেতে খাদ্য তালিকায় যোগ করুন কারি পাতা কারণ আপনি আপনার দৈনন্দিন
খাদ্য তালিকায় যা গ্রহণ করবেন অর্থাৎ আপনার শরীর তা গ্রহণ করবে আপনার চুলও সেটি
গ্রহণ করবে চুল ঝরে পড়া এবং ঘন কালো চুল পেতে আপনি আপনার প্রতিদিনের খাদ্য
তালিকায় যোগ করতে পারেন এই কারি পাতা রোজকার খাবারের সাথে আপনি কারি পাতা কিভাবে
খেতে পারেন চলুন তা জেনে নিন
কারি পাতা রোদে শুকিয়ে সেটি দিয়ে পাউডার তৈরি করে সেটি তরকারি কিংবা ভাতের
সাথে খুব সহজে মিশিয়ে খেতে পারেন
তাছাড়া আপনি কুচি কুচি করে পুদিনা পাতা এবং কারি পাতা মিশ্রণের সাথে বাটার
মিক্স বা দুধ মিশিয়েও খেতে পারেন
আবার আপনি কিছু কারি পাতা ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা বিভিন্ন ধরনের সবজি
মিশিয়ে কিংবা সেদ্ধ ডিমের সাথে এভাবে খেলে আপনার রোজগার একঘেয়ে
খাবারের একটি নতুন ঘ্রাণ যুক্ত হবে কারণ কারি পাতার একটি সুন্দর নিজস্ব গন্ধ
রয়েছে যা ক্ষুধা বাড়ানোর উপাদান হিসেবে কাজ করে এবং এটি আপনার চুলের উপকারে
আসে
কারি পাতা ব্যবহার করে কিভাবে চুল লম্বা করা যায়
অনেক সময় চুল ঘন থাকার পরেও আগা ফাটার সমস্যা থাকলে দেখতে খারাপ লাগে চুল বেশ
পাতলা লাগে এক্ষেত্রে চুলের আগায় শুধু কারি পাতা বেটে লাগিয়ে রাখুন দেখবেন
আস্তে আস্তে আগা ফাটা কমে যাবে বয়স থাকতে চুলে কারি পাতা লাগাতে শুরু
করুন এতে আপনার চুল পাকা রোদ হবে কারি পাতার সাথে পেঁয়াজের রশ মিশিয়ে পুরো
চুলে মেখে রাখলে তা আপনার চুল কালো করতে সাহায্য করবে
চুল স্বাস্থ্যকর থাকার পাশাপাশি এই প্যাকটি আপনার বয়স ধরে রাখতে ও
সাহায্য করবে শুধু কারি পাতা বেটে চুলে লাগালেও পাবেন ঝলমলে চুল এন্টি
অক্সিডেন্ট থাকাই এই পাতা চুলকে করে তুলে দীপ্তিময় ও প্রাণবন্ত
চুল পড়া বন্ধ করতে পেঁয়াজ ও কারি পাতার মিশ্রণ দারুন ভাবে কাজে আসে এই
মিশ্রণটি চুলে পাক ধরা আটকাতেও বেশ উপযোগী ১৫ থেকে ২০ টি কারি পাতা একটি
মিস্ত্রিতে ঘুরিয়ে নিয়ে ভালো করে বেটে নিতে হবে এবার পেস্টটি দিয়ে একটি
গোটা পেঁয়াজের খোসা ভালো করে ছড়িয়ে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে
কারি পাতা এবং পেঁয়াজের মিশ্রনটি একসাথে মিশিয়ে চুলও মাথায় মেখে নিন। এক
ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন এখান থেকে দারুন একটা উপকার পাবেন
পেয়াজ এবং
কারি পাতার হেয়ার প্যাক দারুন ভাবে কাজ করে। চুল সিল্ক করতে সাহায্য করে। পেঁয়াজ ও কারি পাতার মিশ্রণটি যদি আমরা নিয়মিত সপ্তাহে ২ বার ব্যবহার করে থাকে তাহলে আমাদের চুলের জন্য অনেক উপকারী হয়ে দাঁড়াবে
খুশকি দূর করতে কারি পাতার উপকারিতা
কারি পাতায় এন্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা কিনা খুশকি দূর করতে
সাহায্য করে কারি পাতা বেটে তার সাথে সমপরিমাণ টক দই মিশন এবার এই হেয়ার
প্যাকটি তালুতে লাগিয়ে কিছুক্ষণ মেসেজ করুন এরপর অন্ততপক্ষে ৩০ মিনিট
রেখে ধুয়ে ফেলুন খুশকি দূর করতে জাদুর মত কাজ করবে
এই মাক্সটি সাধারণত কারি পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী সঠিক
যত্ন নেওয়া এবং তাদের প্রয়োজন অনুযায়ী পুষ্টি দেওয়ার অত্যন্ত
গুরুত্বপূর্ণ
আমলকীয় মেথির হেয়ার প্যাক
আধ কাপ কারি পাতা ও আধ কাপ মেথি পাতা ও একটি গোটা আমলকি রস একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে, মাথায় মিশ্রণটি মেখে নিয়ে আধ ঘন্টার পর গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে লাগালে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এর ফলে নতুন চুল গজায় আমলকি মেথি এবং কারি পাতা চুলের জন্য ভীষণ উপকারী
কারি পাতা ব্যবহারের ক্ষেত্রে সর্তকতা
যদিও কারি পাতা ব্যবহারের তেমন কোন অপকারিতা নেই বললেই চলে তবুও প্রত্যেকটি
জিনিস ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা উচিত কারি পাতার ব্যবহারের
ক্ষেত্রেও নিম্নলিখিত টপিক গুলো মেনে চলার চেষ্টা করতে হবে যেমন-
কারি পাতার তেল ব্যবহারের ফলে অনেকে জ্বালাপোড়ার সৃষ্টি হয় যাদের এই
সমস্যা হবে তাদের কারি পাতা ব্যবহার না করাটাই
যাদের সমস্যা রয়েছে এই পোস্ট ব্যবহারের ফলে ত্বকে অ্যালার্জি উইদ্রতা
হতে পারে তাই মাথার ত্বকে কারি পাতা লাগানোর পূর্বে খানিকটা আপনার ত্বকে
লাগিয়ে পরীক্ষা করে নিন এতে এলার্জি কোন সমস্যা দেখা দিচ্ছে কিনা এতে
আপনি সতর্ক হতে পারবেন
মনে রাখবেন একেক মানুষের চুলের প্রকৃতি একেক রকম হয়ে থাকে কারি পাতা ব্যবহার
করে কিভাবে আপনি চুল লম্বা করবেন তার অনেকগুলো উপায় রয়েছে সুতরাং আপনার চুলের
চাহিদা অনুযায়ী আপনি কারি পাতা ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনার একান্তই
আপনার সিদ্ধান্ত।
উপসংহার
চুলের যত্নে কারি পাতার ব্যবহার আপনারা নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছেন অনেকেই
আছেন যারা চুলে অনেক দামী হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকেন আবার অনেকেই
চুলের যত্নে ভরসা করেন বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান সে হিসেবে প্রাকৃতিক
উপাদানের মধ্যে উঠে আসে কারি পাতার নাম কারি পাতার মধ্যে এমন সব উপাদান
রয়েছে যা আপনার চুলের যত্ন নে চুলের সৌন্দর্য বৃদ্ধিতে কারি পাতা দিয়ে তৈরি বিভিন্ন হেয়ার প্যাক গুলো বাজার থেকে কিনে আনা হেয়ার প্যাক এর চেয়ে অনেক বেশি উপকারী কারণ এটি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত
আরো বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক কারি পাতা ব্যবহৃত হয় নিয়মিত নিয়ম করে এই
কারি পাতার ব্যবহারে আপনার চুলের একাধিক সমস্যা থেকে উদ্ধার পেতে পারেন আজ
থেকে চুলের যত্নে আপনি শুরু করে দিন কারি পাতার ব্যবহার। কারি পাতা আপনার চুলকে
স্বাস্থ্যকর ঝলমলে সিল্কি এবং লম্বা করবে
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url