Terms and Conditions
টিপস ম্যাক্স আইটি কি?
-
টিপস ম্যাক্স আইটি বাংলার অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্লগিং কমিউনিটি। এখানে
নির্ভরযোগ্য তথ্যভিত্তিক বাংলা ব্লগিং পোস্ট প্রকাশ করা হয়। আমরা ওয়েবসাইটটিতে
নিত্যনতুন ও প্রয়োজনীয় সব তথ্য এবং আপডেট শেয়ার করে থাকি, যা অন্য কোথাও খুব
একটা দেখা যায় না।
টিপস ম্যাক্স আইটির কপিরাইট নীতি
-
টিপস ম্যাক্স আইটি-তে প্রকাশিত সকল ভিডিও ও বাংলা কনটেন্টের একমাত্র
স্বত্বাধিকারী টিপস ম্যাক্স আইটি নিজেই। আমাদের ওয়েবসাইটের কোন পোস্ট বা পেজের
কনটেন্ট অনুমতি ছাড়া কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যদি কোনো
অংশবিশেষ ব্যবহার করতে চান, অবশ্যই টিপস ম্যাক্স আইটির ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত
করে যথাযথ ক্রেডিট দিতে হবে।
-
পোস্টগুলো বাংলায় লেখা হয়, ফলে কোন পোস্ট যদি কাকতালীয়ভাবে অন্য কনটেন্টের
সাথে মিলে যায়, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন।
কোনো ব্লগার যদি হুবহু আমাদের কনটেন্ট কপি করেন, তাকে অবশ্যই আমাদের জানাতে হবে। অনুমতি ছাড়া কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
টিপস ম্যাক্স আইটির গোপনীয়তা নীতি
-
আপনি যখন টিপস ম্যাক্স আইটি ওয়েবসাইট ব্যবহার করেন, তখন আপনার প্রদত্ত ইমেইল,
মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিংক অথবা ব্যক্তিগত তথ্য আমাদের সিস্টেমে সংরক্ষিত
হয়। যদিও আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে, তবুও
শতভাগ গ্যারান্টি দিতে পারি না।
আমরা ওয়েবসাইটে ট্রাফিক বিশ্লেষণ ও ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য Google AdSense ও Google Analytics-এর মতো বিজ্ঞাপন ও বিশ্লেষণ কোম্পানির সাথে কিছু তথ্য শেয়ার করি।
সব কনটেন্ট সবার জন্য উন্মুক্ত নয় — নির্দিষ্ট কিছু কনটেন্ট দেখতে উপযুক্ত অথেন্টিক আইডি বা কোড ব্যবহার করতে হতে পারে।
টিপস ম্যাক্স আইটির কমেন্ট পলিসি
-
টিপস ম্যাক্স আইটি-তে মন্তব্য করার সময় অবশ্যই সংশ্লিষ্ট পোস্ট, পেজ বা ভিডিও
সম্পর্কে মন্তব্য করতে হবে। গঠনমূলক সমালোচনা ও প্রশংসা করতে পারেন, তবে বিষয়ের
বাইরে কোনো মন্তব্য করা যাবে না।
অশ্লীল, আক্রমণাত্মক ভাষা, এবং অপ্রাসঙ্গিক বিজ্ঞাপনমূলক মন্তব্য নিষিদ্ধ। কোনো অভিযোগ বা প্রশ্ন থাকলে আমাদের যোগাযোগ পেজ ব্যবহার করুন।
কুকিজ নীতি
-
আমরা কুকিজ ব্যবহার করি। আপনি যখন টিপস ম্যাক্স আইটি ভিজিট করেন, তখন আপনি আমাদের
কুকিজ ব্যবহারের নীতিতে সম্মতি প্রদান করেন। কুকিজের মাধ্যমে আমরা আপনার অভিজ্ঞতা
আরও সহজ ও ভালো করার চেষ্টা করি। আমাদের অনুমোদিত বিজ্ঞাপন অংশীদারীরাও কুকিজ
ব্যবহার করতে পারে।
লাইসেন্স
-
টিপস ম্যাক্স আইটি-তে প্রকাশিত সকল কনটেন্টের মেধাস্বত্ব আমাদের নিজস্ব। আপনি
শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্দিষ্ট শর্ত মেনে আমাদের কনটেন্ট ব্যবহার করতে
পারবেন।
বিশেষ দ্রষ্টব্য
-
যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে টিপস ম্যাক্স আইটি এডমিন প্যানেলের সিদ্ধান্তই
চূড়ান্ত বলে বিবেচিত হবে। সময় ও প্রয়োজন অনুযায়ী নীতিমালায় পরিবর্তন বা
পরিমার্জন করা হতে পারে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url